ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে এক টিভি চ্যানেলেই ৭ সিনেমা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
ঈদে এক টিভি চ্যানেলেই ৭ সিনেমা

ঈদ উৎসবে দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান নানা আয়োজন দিয়ে সাজানো থাকে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি টেভি চ্যানেল বৈশাখীতে প্রচার হবে জনপ্রিয় সাত সিনেমা।

জানা গেছে, ঈদের ৭দিনের অনুষ্ঠানমালায় প্রতিদিন দুপুর ২.৪০ মিনিটে প্রচার হবে একটি করে সিনেমা।

ঈদের দিন প্রচার হবে ‘বউ শাশুরির যুদ্ধ’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এ সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, সোনিয়া প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা প্রমুখ। সিনেমাটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এফ আই মানিকের পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজলসহ অনেকেই।

ঈদের চতুর্থ দিন প্রচার হবে শাহীন সুমন পরিচালিত ‘জমিদার’। সিনেমাটিতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ডিপজল, রুবেল, সিমলা প্রমুখ।

ঈদের ৫ম দিন প্রচার হবে ‘মা আমার স্বর্গ’। সিনেমাটিতে অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, ববিতা, মিশা প্রমুখ। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘এক জবান’। সিনেমাটিতে অভিনয় করেছেন ডিপজল, রেসী, জয় চৌধুরী প্রমুখ। এটি পরিচালনা করেছেন এফ আই মানিক।

এই তালিকায় সবশেষ দিন অর্থাৎ ঈদের ৭ম দিন প্রচার হবে ‘বলো না ভালোবাসি’। ফেরদৌস, পূর্ণিমা, শাবনূর, শাকিল খানদের মতো তারকারা এতে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।