ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ওমরাহ পালনে সৌদি আরবে মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ১, ২০২২
ওমরাহ পালনে সৌদি আরবে মাহফুজুর রহমান ড. মাহফুজুর রহমান

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ও গায়ক ড. মাহফুজুর রহমান।

সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যে গিয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে মক্কায় অবস্থান করে ওমরাহ পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমানের ঘনিষ্ঠ অভিনেতা ডি এ তায়েব।

ফেসবুকে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার ওমরা হজ পালন করছেন। সারা মুসলিম জাহানের জন্য তিনি দোয়া প্রার্থনা করছেন। ’

পোস্টটির সঙ্গে কিছু ছবিও জুড়ে দেন তায়েব। যেখানে মক্কার কয়েকটি ছবির সঙ্গে সাদা পাঞ্জাবি গায়ে মাহফুজুর রহমানকে দেখা যায়।  

এদিকে, আসন্ন ঈদুল ফিতরে নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। গানের অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’।  

গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। ঈদের দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় গানের অনুষ্ঠানটি প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।