ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ঈদ উদযাপন করতে স্বামী-নানাকে নিয়ে কক্সবাজারে পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২, ২০২২
ঈদ উদযাপন করতে স্বামী-নানাকে নিয়ে কক্সবাজারে পরীমনি

নিজের ঈদের আনন্দ বাড়াতে চিত্রনায়িকা পরীমনি উড়াল দিলেন সমুদ্র পাড়ে। স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হককে নিয়ে বিমানে করে কক্সবাজার গিয়েছেন এই আলোচিত অভিনেত্রী।

 

সোমবার (০২ মে) সকাল ঢাকা ছেড়েছেন রাজ ও পরীমনি। সে খবর তারা জানিয়েছেন ফেসবুকে। প্রকাশ করেছেন বেশকিছু ছবিও।  

ছবিতে দেখা যায়, রাজ-পরী দুজন কালো পোশাকে বিমানে চড়েছেন। সঙ্গে রয়েছেন পরীর নানা।

গত বছর বিয়ে করার পর এই প্রথম একসঙ্গে ঈদ উদযাপন করতে যাচ্ছেন রাজ ও পরী। এর উপর প্রথম সন্তানের আগমনের অপেক্ষা তাদের। সবমিলিয়ে বিশেষ এই ঈদের আনন্দ এবার প্রকৃতির সঙ্গে ভাগ করে নিতে চলেছেন তারা।

জানা যায়, ঈদ উদযাপন শেষে ফের ঢাকায় ফিরবেন এই তারকা দম্পতি।

উল্লেখ্য, গত ১১ মার্চ মুক্তি পায় পরীমনি ও রাজ জুটির প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমার শুটিংয়েই একে-অপরের প্রেমে পড়েন তারা, অতঃপর বসেন বিয়ের পিঁড়িতে। গত ১০ জানুয়ারি পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে, এরপরই প্রথম জানা যায় রাজ-পরীর বিয়ের খবর।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ০২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।