ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

গাড়ি দুর্ঘটনার শিকার তনুশ্রী দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ৩, ২০২২
গাড়ি দুর্ঘটনার শিকার তনুশ্রী দত্ত তনুশ্রী দত্ত

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাকে বহনকারী গাড়ি ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন তিনি। তবে বেশ কয়েকটি সেলাই লেগেছে তার।

মঙ্গলবার (০৩ মে) সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন তনুশ্রী দত্ত।  

ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আজ দুঃসাহসিক একটা দিন ছিল। কিন্তু শেষপর্যন্ত মহাকালের দর্শন পেলাম। মন্দিরে আসার পথে দুর্ঘটনার কবে পড়েছিলাম। গাড়ির ব্রেকফেল হয়ে গিয়েছিল। অল্পের জন্য রক্ষা পেলাম। চোটে কয়েকটা সেলাই দিতে হয়েছে। ’

একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন তনুশ্রী। তার সাহসী পোশাক ও ছিপছিপে দেহ অনেক পুরুষের মনেই কাঁপন জাগিয়েছিল। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল তনুশ্রীর প্রথম ছবি ‘আশিক বনায়া আপনে’। তারপর ‘৩৬ চায়না টাউন’, ‘ভাগম ভাগ’, ‘ঢোলে’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের ‘অ্যাপার্টমেন্ট’ সিনেমার পর আর তনুশ্রীর কোনও সিনেমা মুক্তি পায়নি। কিন্তু বিতর্কিত নানা ইস্যুতে প্রায়ই খবরের শিরোনামে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।