ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন শিল্পা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ১২, ২০২২
সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিলেন শিল্পা! শিল্পা শেঠি

সামাজিকমাধ্যম থেকে বিরতি নিলেন বলিউড তারকা শিল্পা শেঠি! কিন্তু হঠাৎ কি কারণেই এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? এমন প্রশ্ন এখন ভক্তদের মনে। তবে এ বিষয়ে খোলাখুলি কিছুই বলেননি শিল্পা।

 

বিষয়টি নিয়ে এই অভিনেত্রী বলেন, একঘেয়ে জিনিস, খুব বোর লাগছে। নতুন কিছু না পেলে ফিরব না, ততদিনের জন্য বিরতি নিচ্ছি।  

যদিও বা অভিনেত্রীর এই সিদ্ধান্তের পেছনে আদৌ কোনো রহস্য রয়েছে কিনা, তারই খোঁজে রয়েছেন ভক্তরা। আবার কেউ বলছেন, ইনস্টাগ্রামের প্রমোশনের কারণেই এসব বলছেন শিল্পা। হয়তো সামনে নতুন ফিচার নিয়েই আসতে চলেছেন এই অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরেই শিল্পা শেঠির ওয়েব সিরিজে অভিনয়ের করার কথা শোনা যাচ্ছিল। অবশেষে জানা গেছে, রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই সিরিজে আরো অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবেরয়।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ১২, ২০২২
এনএটি। জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।