ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ধোনির সিনেমায় নায়িকা নয়নতারা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মে ১২, ২০২২
ধোনির সিনেমায় নায়িকা নয়নতারা! নয়নতারা ও মহেন্দ্র সিং ধোনি

ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। আইপিএল-এ নিয়মিতই চেন্নাই কিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি।

কিন্তু এবার চেন্নাইয়ের রাজ্য তামিলনাড়ুর জন্য কিছু করতে যাচ্ছেন ধোনি।

জানা যায়, তামিল সিনেমা প্রযোজনা করছেন ধোনি। আর এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারা।  

এছাড়াও ‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। রমেশ তামিলমানি রচিত ওই সিরিজও প্রযোজনা করবে ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধোনি এন্টারটেইনমেন্ট’।

২০১৬ সালে মুক্তি পেয়েছিল ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সিনেমাটি ব্যাপক প্রশংসিত ও ব্যবসা সফল হয়। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত।  

এদিকে শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে নয়নতারার। বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ১২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।