ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ‘শান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মে ১৩, ২০২২
বিশেষ প্রদর্শনীতে প্রশংসিত ‘শান’ ‘শান’ সিনেমার পোস্টারের সামনে সিয়াম আহমেদ ও নির্মাতা এম রাহিম

ঢাকা: ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত ‘শান’ দ্বিতীয় সপ্তাহে দেশের ৪০ প্রেক্ষাগৃহে চলছে। এই সপ্তাহে নতুন করে ১০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এই তথ্য জানানো হয়।

চলচ্চিত্রের মানুষদের ও শোবিজ তারকাদের এই বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় ‘শান’র পক্ষ থেকে। এতে অংশ নেন সিনেমাটির পরিচালক এম রাহিম, চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেতা নাদের খান, হারুন উর রশিদসহ ‘শান’র কলাকুশলীরা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা তারিক আনাম খান, চিত্রনায়িকা অঞ্জনা, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, চিত্রনায়ক অরিফিন শুভ, চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল, অভিনেত্রী সাফা কবির, অভিনেত্রী মুমতাহিনা টয়া, অভিনেতা সায়েদ জামান শাওনসহ অনেকে।

এছাড়া দীর্ঘদিন আড়ালে থাকা প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজও উপস্থিত হয়েছিলেন এই প্রদর্শনীতে। জাজ সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে। প্রদর্শনী শেষে সবাই সিনেমাটির প্রশংসা করেন।

প্রদর্শনীতে ‘শান’র পরিচালক এম রাহিম বলেন, ঈদে মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। আমার প্রথম সিনেমাকে দর্শক এতো ভালোবাসা দেবেন, ভাবতে পারিনি। দর্শকদের চাহিদার কারণে নতুন করে আরো ৩০টি প্রেক্ষাগৃহে এই সপ্তাহে ‘শান’ দেখানো শুরু হচ্ছে।

চিত্রনায়ক সিয়াম বলেন, আমার সহকর্মী ও বন্ধুদের নিয়ে ‘শান’ দেখলাম। এটা অন্যরকম একটা তৃপ্তি। সবাই আনন্দ নিয়ে আমার সিনেমা দেখেছেন এ জন্য আমি কৃতজ্ঞ।

এদিকে ‘শান’ দেখতে এসে শোবিজের প্রায় সবাই প্রশংসায় ভাসিয়েছেন। অনুভূতি ব্যক্ত করে চিত্রনায়িকা অঞ্জনা বলেন, ‘এই ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আরো দরকার। আমার কাছে ‘শান’ অনেক ভালো লেগেছ। ’

অভিনেতা সায়েদ জামান শাওন বলেন, ‘শান’ দেখে মনে হলো পরিপূর্ণ ও গোছানো একটি প্যাকেজ সিনেমা। বিনোদন দেওয়ার মতো সব ধরনের উপাদান এই সিনেমায় পেলাম। আমি সিনেমাটির আরো সাফল্য কামনা করি।  

যেসব প্রেক্ষাগৃহে চলছে ‘শান’- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এস.কে.এস টাওয়ার, সনি স্কয়ার), ব্লক বাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), চিত্রামহল( ঢাকা), বি.জি.বি (ঢাকা), সেনা (ঢাকা ), চাঁদমহল (ঢাকা), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), বর্ষা সিনেমা (জয়দেবপুর), চন্দ্রিমা সিনেমা (শ্রীপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), ঝংকার সিনেমা (পাঁচদোনা), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), শঙ্খ সিনেমা (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), রুপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), নবীন সিনেমা (মানিকগঞ্জ), মালঞ্চ সিনেমা (টাঙ্গাইল), মাধবী সিনেমা (মধুপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), পূর্বাশা সিনেমা (শান্তাহার), রাজমহল (চাপাই), রাধানাথ (শ্রীমঙ্গল), ডায়মন্ড সিনেপ্লেক্স (বোয়ালমারী), পান্না (মুক্তারপুর), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর)।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১৩, ২০২২
জেআইএম/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।