ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

আলোচনায় এ মিজানের লেখা তিন গান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
আলোচনায় এ মিজানের লেখা তিন গান গীতিকার এ মিজান

বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার এ মিজান। বর্তমানে অডিও গানের বাইরে নিয়মিত সিনেমা ও নাটকের জন্যও গান লিখছেন তিনি।

তারই ধারাবাহিকতায় ঈদে বেশ আলোচনায় এসেছে তার লেখা তিনটি গান।

এরমধ্যে একটি হলো- ঈদে মুক্তি পাওয়া আলোচিত ‘শান’ সিনেমার ‘তোর মতো আমাকে’ গানটি। এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। পর্দায় সিয়াম-পূজার লিপে গানটি দর্শকের বেশ প্রশংসা কুড়াচ্ছে।  

এছাড়া ‘ভুলোনা আমায়’ নাটকের ‘প্রেমের আগুন’ গানটিও ইতোমধ্যে ভিউয়ের দিকে বেশ এগিয়ে। বেলাল খানের কণ্ঠে গানটির সংগীত আয়োজন ই কে মজুমদার ইশতি। সুর করেছেন শিল্পী নিজেই। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এটি প্রকাশ করেছে সুলতান এন্টারটেইমেন্ট।  

এদিকে জনপ্রিয় সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমনের সুর সংগীতে ‘বাংলার গায়েন’খ্যাত গায়িকা লাবনী শাহরিয়ারের কণ্ঠে ‘আউলা ঝাউলা’ শিরোনামের আরো একটি গান। গানটিতে মডেল হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান। আরটিভি মিউজিক থেকে গানটি ঈদে প্রকাশিত হয়েছে।  

এ সম্পর্কে এ মিজান বলেন, ‌‘গড়পড়তা অনেক কাজের চেয়ে অল্প সংখ্যক কাজ করা ভালো। আমার এ তিনটি গানের কথা ও সুর তিন ঢংগের। প্রতিটি গানে আলাদা বিশেষত্ব রাখার চেষ্টা করেছি। তিনটি গানেই শ্রোতাদের কাছে দারুণ সাড়া পাচ্ছি। এভাবে শ্রোতাদের আরো ভালো কিছু গান উপহার দিতে চাই।

ইতোমধ্যেই এ মিজানের কথায় গানে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, নচিকেতা, মমতাজ, আসিফ আকবর, বেবি নাজনীন, কাজী শুভ, মিনার, ইমরান, কনা, ন্যানসি, এফ এ সুমনসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।