ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

তিন দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
তিন দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা মহেশ বাবু

দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু আবারো তাক লাগালেন। তার অভিনীত ‘সরকারু বারি পাটা’ বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে।

 

ভারতে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি আন্তর্জাতিকবাজারেও ভালো ব্যবসা ব্যবসা করছে। এখন পর্যন্ত এটি বিশ্বব্যাপী ১০৩ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্স এই তথ্য নিশ্চিত করেছে।

মুক্তির প্রথম দিনেই এটি রেকর্ড গড়ে আয় করে ৭৫ কোটি রুপি। আর তিনদিনে অতিক্রম করেছে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক।  

‘সরকারু বারি পাটা’য় মহেশ বাবুর নায়িকা হয়েছেন কীর্তি সুরেশ। সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম।  

এদিকে সিনেমাটি মুক্তির আগেই বলিউড নিয়ে করা মহেশ বাবুর একটি বক্তব্য ভাইরাল হয়। বলিউড তার খরচ বইতে পারবে না, মহেশের এমন মন্তব্যের পর হইচই পড়ে যায়। বলিউড বনাম দক্ষিণী সিনেমার আলোচনা তুঙ্গে ওঠে। এমন সময় এই অভিনেতার সিনেমা মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপাচ্ছে।

উল্লেখ্য, তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে এর আগে সর্বশেষ ২০১৯ সালে ‘সারিলেরু নেকেভভারু’ সিনেমায় দেখা গিয়েছিল। করোনা ও দীর্ঘ বিরতির পর তার নতুন সিনেমা মুক্তি পেতেই ভক্তরা প্রিয় তারকাকে দেখতে প্রেক্ষাগৃহে ছুটছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।