ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শ্রীজাতের ‘দুই শহর প্রেম’ প্রকাশ পেল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
শ্রীজাতের ‘দুই শহর প্রেম’ প্রকাশ পেল

দুই বাংলার প্রাণের শহর ঢাকা ও কলকাতার প্রেম নিয়ে নির্মিত হয়েছে গানচিত্র ‘দুই শহর প্রেম’। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায়, জয় সরকারের সুর ও সংগীত আয়োজনে গানটি গেয়েছেন ফাল্গুনী সরকার ফাগুন।

ভিডিও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নোমান রবিন।  

গানটি প্রসঙ্গে কবি ও গীতিকার শ্রীজাত বলেন, আমার খুব সৌভাগ্য যে আমি এরকম একটা গানে কাজ করতে পেরেছি। আমি গানটি লিখতে গিয়ে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ঢাকা, কলকাতার কত শত বছরের বোঝাপড়া! কত কত গল্প, কান্না, সুখ, সাহিত্য আষ্টেপিষ্টে জড়িয়ে। কাকে ছেঁড়ে কাকে ধরব? এটা শুধুমাত্র একটা গান না, এটা একটা দলিল একটা ইতিহাস একটা সংস্কৃতিও বটে।

নির্মাতা নোমান রবিন বলেন, দুই শহরের মানুষের ইমোশন উঠে এসেছে এই গানে। দুই শহরের নাগরিক জীবনের বিভিন্ন মুহূর্ত আর ঐতিহ্য নিয়ে নির্মিত এই ভিডিওটি দেখে দুই বাংলার দর্শক আবেগী হয়ে যাবেন নিশ্চিত।

বৃহস্পতিবার (১৯ মে) গুনগুন মিউজিক ইউটিউব চ্যানেল থেকে ‘দুই শহর প্রেম’ মিউজিক ভিডিওটি মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।