ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

‘তালাশ’র ট্রেলারে চমকে দিলেন বুবলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
‘তালাশ’র ট্রেলারে চমকে দিলেন বুবলী শবনম বুবলী

প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন সিনেমা ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির ট্রেলারে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা ৭টায় টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে অ্যাকশন-রোমান্সে ভরা সিনেমার ট্রেলার। যেখানে নির্যাতিত নারী ও প্রতিবাদী নারী- দুই রূপেই দেখা গেছে বুবলীকে।  

এ প্রসঙ্গে বুবলী বলেন, সিনেমাটির গল্প এক কথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। এছাড়া এর প্রকাশিত দুটি গান দর্শক বেশ পছন্দ করেছেন। ‘তালাশ’র প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক আদর আজাদ।  

নির্মাতা জানান, দেশের প্রেক্ষাগৃহে ‘তালাশ’ মুক্তি পাবে আগামী ১৭ জুন।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’র কাহিনি সৈকত নাসিরের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গেল ঈদুল ফিতর উপলক্ষে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রেক্ষাগৃহে বুবলীর দুটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। শাহীন সুমনের ‘বিদ্রোহী’ দেশের ১০২টি হলে মুক্তি পায়। আর চরকিতে মুক্তি পায় ওয়েব ফিল্ম ‘৭ নম্বর ফ্লোর’। দুইটি সিনেমা নিয়েই বেশ আলোচনায় ছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ১৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।