ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ছেলের মা হলেন রিহানা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২০, ২০২২
ছেলের মা হলেন রিহানা রকির সঙ্গে রিহানা

ছেলের মা হলেন মার্কিন পপস্টার রিহানা। প্রেমিক গায়ক এসাপ রকির প্রথম সন্তানের জন্ম দিলেন তিনি।

ছেলে হওয়ার সুখবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রিহানা। তবে বিষয়টি তার ঘনিষ্ঠজনরা সিএনএন নিশ্চিত করেছেন।

নতুন অভিভাবক রিহানা-রকি এখনও তাদের সন্তানের নাম বা জন্মদিন শেয়ার করেননি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে গর্ভধারণের ঘোষণা দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই  রিহানা।

এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতেই বয়ফ্রেন্ড রকির হাত ধরে নিউ ইয়র্ক সিটির রাস্তায় বেবি বাম্প নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল রিহানাকে। ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তার বেবি বাম্প।  

রিহানা মা হওয়ার বিষয়টি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন। একবার এক সাক্ষাৎকারে রিহানা জানান, বয়স ৪০ হওয়ার আগেই তিনি মা হতে চান তিনি।  

এক দশকেরও বেশি সময় ধরে রিহানা ও রকি বন্ধুত্ব। ২০১৩ সালে তারা দু’জন সম্পর্কে জড়ান। ২০২০ সালে রিহানা ও এসাপকে একসঙ্গে ডিনার ডেটে যেতে দেখা যায়, এরপর রিহানার দেশ বারবেডোসে ছুটি কাটাতে দেখা যায় তাদের।  

২০২১ সালে জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে র‌কি বলেছিলেন, রিহানা তার জীবনের ভালোবাসা এবং তিনি বাবা হতে একদম প্রস্তুত।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ২০, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।