ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির প্রথম দিনে সৌমিত্রের ‘বেলাশুরু’র আয় কত?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২২, ২০২২
মুক্তির প্রথম দিনে সৌমিত্রের ‘বেলাশুরু’র আয় কত? সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্ত

প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘বেলাশুরু’ সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (২০ মে)। সিনেমাটি নিয়ে আবেগে ভেসেছে অভিনেতার ভক্তরা।

আর সিনেমাটি মুক্তির পর উপছে পড়ছে সিনেমা হলে।

পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা সেনগুপ্তের অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। বক্স অফিসে বাজিমাত করছে শিবপ্রসাদ-নন্দিতা নির্মিত ‘বেলাশুরু’। সাত বছর পর সৌমিত্র-স্বাতীলেখা দেখিয়ে দিলেন ভারতের পশ্চিমবঙ্গের বক্স অফিসের রাজা-রানি তারা।

টলিউডের বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, করোনার পর মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে ‘কিশমিশ’, ‘টনিক’কে প্রথমদিন ছাড়িয়ে গেছে ‘বেলাশুরু’। বাণিজ্য বিশ্লেষক পঙ্কজ লাডিয়া টুইটে জানিয়েছেন, প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ৮০ শতাংশ।  

সিনেমাটির প্রথমদিন কত রুপি আয় করেছে তা প্রযোজনা সংস্থা উইন্ডোজও জানিয়েছে। শনিবার (২১ মে) রাতে প্রযোজক রাণা সরকার ফেসবুক পোস্টে জানান, প্রথম দিন বাংলার বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৩৫ লাখ রুপি।

তিনি লেখেন, অনেক বছর ধরে বাংলা সিনেমার অনেক ব্লকবাস্টারের কথা শুনছি। প্রযোজকদের কারও কাছে ব্যবসার অংক জানতে চাইলে অবশ্য আলোচনার বিষয় বদলে দিতেন তারা। ‘বেলাশুরু’ ব্যতিক্রম।

সৌমিত্র-স্বাতীলেখা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, শঙ্কর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ২২, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।