ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কাশ্মীরে দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, মে ২৪, ২০২২
কাশ্মীরে দুর্ঘটনায় আহত সামান্থা-বিজয় বিজয় ও সামান্থা

ভারতের কাশ্মীরে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা।  

শুটিং করার সময় তাদের বহন করা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি নদীতে পড়ে যায়।

এতে তারা গুরুতর আঘাত পান। তবে সঙ্গে সঙ্গে দুই তারকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ঘণ্টা জানায়, কাশ্মীরের পহলগাঁও নামক জায়গায় একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার এক পর্যায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর সামান্থা ও বিজয়কে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে সময় বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তাদের।
 
চিকিৎসক জানিয়েছেন, আপাতত দুই তারকাই সুস্থ রয়েছেন।  

কাশ্মীরে ‘খুশি’ সিনেমার শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। এটি চলতি বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।