ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে ফিরে নিপুণ বললেন ‘এটাই আসল কাজ’

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মে ২৪, ২০২২
শুটিংয়ে ফিরে নিপুণ বললেন ‘এটাই আসল কাজ’ নিপুণ আক্তার

সিনেমার শুটিংয়ে ফিরলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা নিপুণ আক্তার। সিনেমার নাম ‘ভাগ্য’।

বর্তমানে রাজধানীর আফতাবনগরে এর দৃশ্যধারণের কাজ চলছে।

এ বিষয়ে জানা যায়, ‘ভাগ্য’ সিনেমাটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস। এতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে মাহবুবুর রশীদ মুন্না। এটি নির্মিত হচ্ছে হালিমা কথাচিত্রের ব্যানারে। দৃশ্যধারণের কাজ চলবে ৩০ মে পর্যন্ত।

নতুন এই সিনেমার বিষয়ে নিপুণ বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের আগে সিনেমাটির শুটিং শুরু করেছিলাম। চারমাস পর আবারো এর শুটিং করছি। অনেকদিন পর সিনেমার শুটিংয়ে ফিরে ভালো লাগছে। ’

নিপুণ আরো বলেন, ‘সিনেমা আমার প্রাণের জায়গা। এটাই আমার আসল কাজ। আর অন্যান্য কাজ হলো এই কাজের অংশ মাত্র। এ সিনেমাটির গল্পও ভালো। আমার চরিত্রটি দারুণ। আমার বিশ্বাস এটি দর্শকদের ভালো লাগবে। ’

নায়ক মুন্নার সঙ্গে এর আগে উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ সিনেমায় অভিনয় করেছিলেন নিপুণ। ‘ভাগ্য’-এ আরো অভিনয় করছেন জেসমীন, গাঙ্গুয়া, গুলশান আরাসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ২৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।