ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

কালো গাউনে দীপিকা যেন রূপকথার রাজকন্যা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
কালো গাউনে দীপিকা যেন রূপকথার রাজকন্যা দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০১৭ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত অংশ নিচ্ছেন। তবে অন্যবারের চেয়ে এবারের বিষয়টা তার জন্য রকম।

 কারণ বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের এই উৎসবের ৭৫তম আসরে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের একজন দীপিকা।  

ফ্রেঞ্চ রিভারায় পা দেওয়ার পর থেকেই একের পর এক ফ্যাশনেবল আউটফিটে সকলের নজর কাড়ছেন ‘পদ্মাবত'খ্যাত এই নায়িকা। সবশেষ লুই ভিতঁ-র তৈরি কালো গাউনে কানের রেড কার্পেটে নজর কেড়েছেন দীপিকা। তার গাউনের রূপ বাড়িয়ে দিয়েছে একে ঘিরে থাকা পাখাগুলো৷ 

এমন পোশাকে দীপিকাকে যেন রূপকথার রাজকন্যা লাগছে! তার এই লুকের প্রশংসা করে সামাজিকমাধ্যমে মন্তব্য করছেন দীপিকার বহু ভক্তরা।  

শিগগিরই দীপিকাকে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এ দেখা যাবে।  এদিকে প্রথমবার ঋত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা। এছাড়াও প্রভাস ও নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ এবং অমিতাভ বচ্চনে সঙ্গে ‘দ্য ইন্টার্ন’র বলিউড রিমেকেও কাজ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।