ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

৫০তম জন্মদিনে যে দুই ঘোষণা করণের 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২২
৫০তম জন্মদিনে যে দুই ঘোষণা করণের  করণ জোহর

বলিউডের প্রখ্যাত নির্মাতা করণ জোহর জন্মদিনে বিশেষ দুইটি ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

বুধবার (২৫ মে) এই নির্মাতার ৫০তম জন্মদিন।

আর এই দিন তিনি জানালেন, নতুন সিনেমার খবর।  

সামাজিক মাধ্যমে করণ জোহর লেখেন, ‘বিশেষ দিনে বিশেষ ঘোষণা। আমার আগামী সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ মুক্তি পাবে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি। তারপর আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে আমার পরিচালিত পরবর্তী সিনেমা। এর নাম ঠিক না হলেও এটি হবে অ্যাকশনধর্মী। সবার আশীর্বাদ এবং ভালোবাসা চাই। ’ 

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আরো রয়েছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র প্রমুখ।

করণ জোহরের জন্ম ১৯৭২ সালে। তার প্রথম পরিচালনা ‘কুছ কুছ হোতা হ্যায়’ই মুক্তি পায় ১৯৯৮ সালে। সিনেমাটির মাধ্যমে দারুণ সাফল্য পান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মে ২৫, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।