ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

এ আর রহমানের সঙ্গে তিশা-ফারুকী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
এ আর রহমানের সঙ্গে তিশা-ফারুকী মোস্তফা সররায় ফারুকী, মেয়ে ইলহামকে কোলে নিয়ে নুসরাত ইমরোজ তিশা ও এ আর রহমান

বিশ্বখ্যাত অস্কারজয়ী সংগীত তারকা এ আর রহমানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তার স্বামী মোস্তফা সররায় ফারুকীকে। তাদের সঙ্গে ছিল ফারুকী-তিশা দম্পতির একমাত্র কন্যা ইলহাম নুসরাত ফারুকী।

চারজনের এই ছবিটি সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শেয়ার করছেন তিশা। জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন, এটি তার কাছে খুব স্পেশাল ছবি।  

ছবিটি স্পেশাল হওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সেই কারণও জানিয়েছেন তিশা। ছবির ক্যাপশনে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার নায়িকা লেখেন, ‘‘এই ছবিটা আমার কাছে স্পেশাল কারণ ইলহাম (তিশা-ফারুকী দম্পতির মেয়ে) যখন মায়ের গর্ভে, তখন আমরা ওকে নানা ধরনের গান শোনাতাম। তার মধ্যে একটা গানে ও খুব বেশি নড়াচড়া করতো, একদম তালে তালে। সেটা ছিলো এ আর রহমানের সুরে ওনার মেয়ে খাদিজার গাওয়া ‘ফারিশতো’! কালকে ফারিশতোর কম্পোজারের সঙ্গে তার দেখা হলো। ’’

বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের সুবাদে ফারুকী ও তিশা ফ্রান্সের কান শহরে অবস্থান করছেন। সাগর পাড়ের এই শহরেই এ আর রহমানের সঙ্গে দেখা হয় তাদের।  

কান চলচ্চিত্র উৎসবের ৭৫ তম আসরে মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখায় প্রকাশ পেয়েছে তিশা অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর ট্রেলার। সেখানে হাজির হতেই এই সফর তিশার। তার সঙ্গে চার মাসের মেয়ে ইলহাম থাকায় তার দেখাশোনার জন্য অভিনেত্রী স্বামী ফারুকীও সেখানে গেছেন।  

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় থাকা ফারুকী নির্মিত সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’ এর অন্যতম প্রযোজক এ আর রহমান। এতে জুটি বেঁধে অভিনয় করছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিচেল মেগান। এছাড়াও সিনেমাতে দেখা যাবে বাংলাদেশের সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে।  

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মে ২৬, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।