ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

মাদককাণ্ডে শাহরুখপুত্র বেকসুর খালাস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
মাদককাণ্ডে শাহরুখপুত্র বেকসুর খালাস আরিয়ান খান

মাদককাণ্ডে বছর দীর্ঘ ২৮ দিন জেল খেটেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এবার সেই মামলায় তাকে নির্দোষ উল্লেখ করে বেকসুর খালাস দিয়েছ ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

ইন্ডিয়া টুডের খবর-সংস্থাটি অভিযোগপত্র প্রকাশ করে জানিয়েছে, আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। আরিয়ানসহ ছয় জনকে নির্দোষ বলা হয়ছে ছয় হাজার পাতার চার্জশিটে। তাদের মধ্যে রয়েছেন সেই প্রমোদতরীর অনুষ্ঠানের চার আয়োজকও। এদের বিরুদ্ধে তেমন কোনও তথ্য প্রমাণ মেলেনি।

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেফতার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে কারামুক্ত হন আরিয়ান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মে ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।