ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

পাঞ্জাবি গায়ক সিধুর হত্যাকারী শনাক্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ৯, ২০২২
পাঞ্জাবি গায়ক সিধুর হত্যাকারী শনাক্ত সিধু মুসেওয়ালা

ভারতের জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও র‍্যাপার সিধু মুসেওয়ালার হত্যাকারীকে শনাক্ত করেছেন দেশটির পুলিশ। সন্দেহের তালিকায় থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তাকে হত্যা করেছে বলা জানানো হয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে দিল্লি পুলিশ এমনটা জানায়।

দিল্লি পুলিশের স্পেশাল এসপির বলেন, ‘এই হত্যার মূল কাণ্ডারি লরেন্স বিষ্ণোই। যারা সেদিন গুলি করেছিল সিধুকে হত্যা করার জন্য, তাদের এক জনের এক ঘনিষ্ঠকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ। যদিও তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ’

গত ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় প্রকাশ্য দিবালোকে সিধুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ওইদিন সকালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালিয়ে পাঞ্জাবের মনসায় যাওয়ার সময় বন্দুকধারীদের হামলার শিকার হন সিধু।  

গত এক বছর ধরে লরেন্স বিষ্ণোই দিল্লির তিহাড় জেলে বন্দি। দিল্লি, রাজস্থান এবং পাঞ্জাবে বিষ্ণোইয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় কানাডার বাসিন্দা গ্যাংস্টার গোল্ডি ব্রার জড়িত বলেও জানিয়েছে পুলিশ।

২০২২ সালের পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন সিধু। আম আদমি পার্টির প্রার্থীর কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন তিনি। হেরে যাওয়ার পর আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি ‘বিশ্বাসঘাতক’ বলে দাবি করে গান বাঁধেন।

পাঞ্জাবের তুমুল জনপ্রিয় গায়ক শুভদীপ সিং সিধু সবার কাছে সিধু মুসেওয়ালা নামেই পরিচিত ছিলেন। তিনি একাধারে গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা ছিলেন। তবে এর আগে নানা কারণে বিতর্কের মুখে পড়েছিলেন এই গায়ক।

এদিকে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বলিউড সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি নিয়ে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুন ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।