ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
করণের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন জেনিফার জেনিফার উইঙ্গেট

ভালোবেসে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। তবে সেই সম্পর্ক টেকেনি দুই বছরের বেশি।

তারা বিয়ে করেন ২০১২ সালে। সেই সংসার বিচ্ছেদ হয়ে যায় ২০১৪ সালে।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে কথা বলেন জেনিফার। তিনি বলেন, আমার আর করণের বিচ্ছেদটা সবার সামনে চলে এসেছিল। লোকজন আমাদের নামে উল্টাপাল্টা লিখছিল। আমি তখন সামাজিকমাধ্যমেও ছিলাম না। সেই সময়টা খুব চাপের মধ্যে কেটেছিল। কী করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না।

তবে হতাশা না হয়ে কাজ করেছেন জেনিফার। এই অভিনেত্রী বলেন, আমি খুশি যে এমন একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। বুঝতে পেরেছি যে আমি অনেক কিছু করতে পারি। মনে হয়, জীবনের সেরা সময় ছিল সেটা।

এদিকে করণ সিং জেনিফারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৬ সালে বিপাশা বসুকে বিয়ে করেন। কিন্তু জেনিফার এখনো সিঙ্গেল রয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১০, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।