ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

আসছে ‘সিসিমপুর’র নতুন সিজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুন ১২, ২০২২
আসছে ‘সিসিমপুর’র নতুন সিজন

শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান ‘সিসিমপুর’র নতুন সিজন আসছে। এরই মধ্যে শুরু হয়েছে নতুন পর্বগুলোর শুটিং।

রোববার (১২ জুন) রাজধানীর এফডিসিতে ‘সিসিমপুর’র ১৫তম সিজনের শুটিং শুরু হয়েছে। সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ জানায়, সিজন-১৫ এর জন্য নতুন ২৬টি পর্বের শুটিং করা হবে।

জানা যায়, নতুন সিজনের বিভিন্ন পর্বে হালুম টুকটুকি, ইকরি ও শিকু ছোট্ট বন্ধুদের জন্য মজার মজার নতুন সব গল্প নিয়ে হাজির হবে। ওদের সঙ্গে থাকবে আশা, গুণী ময়রাসহ সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্ররা।  

নতুন সিজনে সিসিমপুরের বন্ধুদের জন্য চমক। এবারের সিজনে সিসিমপুরে যুক্ত হচ্ছে নতুন একজন বন্ধু।  

নির্মাতা প্রতিষ্ঠান জানায়, সব শিশুর জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন সিজনের পর্বগুলো। থাকবে ভাষা, বর্ণ, গণিত, অটিজম আর সামাজিক ও দলীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক নানা সেগমেন্ট। এছাড়া আবেগ নিয়ন্ত্রণ ও নিজের যত্ন নেওয়া, কল্পনাশক্তি এবং প্রতিবন্ধকতা ও লিঙ্গবৈষম্য জয় করার মতো বিষয়গুলো উঠে আসবে সিজন-১৫ এর নানা পর্বে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুন ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।