ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

দর্শক পাচ্ছে না অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’, বাতিল হচ্ছে শো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুন ১২, ২০২২
দর্শক পাচ্ছে না অক্ষয়ের ‘সম্রাট পৃথ্বীরাজ’, বাতিল হচ্ছে শো

হতাশ করলেন অক্ষয় কুমার! তার অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’ দর্শক খরায় ভুগছে। সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসছে না দর্শক, তাই একের পর এক শো বাতিল হচ্ছে।

মুক্তির পর থেকেই বক্স অফিসে ধুঁকছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। যেমন ব্যবসা আশা করেছিলেন নির্মাতারা, তার ধারের কাছেও যেতে পারিনি এটি।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘সম্রাট পৃথ্বীরাজ’র আয় বক্স অফিসে ধারাবাহিকভাবে কমেছে। মুক্তির নবম দিন (১১ জুন) সিনেমাটির আয় অবাক করেছে। এদিন মাত্র ২ কোটি ৩০ লাখ রুপি আয় সিনেমাটির। এখন পর্যন্ত মাত্র ৬০ কোটি রুপি বক্স অফিস থেকে সংগ্রহ করতে পেরেছে ‘সম্রাট পৃথ্বীরাজ’। এতে বেশ হতাশ নির্মাতা।

দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি গত ৩ জুন মুক্তি পায়। প্রথমে এর নাম ছিল ‘পৃথ্বীরাজ’। পরে করণি সেনাদের আপত্তির মুখে এর নাম রাখা হয় ‘সম্রাট পৃথ্বীরাজ’।

এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার বিপরীতে রয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।