ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে অসুস্থ দীপিকাকে নেওয়া হলো হাসপাতালে!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শুটিংয়ে অসুস্থ দীপিকাকে নেওয়া হলো হাসপাতালে! দীপিকা পাড়ুকোন

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভারতের হায়দ্রাবাদ শুটিং করছিলেন। কিন্তু সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী।

এরপর তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, তার আসন্ন সিনেমা 'প্রজেক্ট কে'র শুটিংয়ের মধ্যেই শরীর খারাপ হয় দীপিকার। সময় নষ্ট না করে নির্মাতা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

তবে হাসপাতালে ভর্তি হতে হয়নি নায়িকাকে। কিছু সময় পর আবার শুটিং সেটে ফিরেন তিনি। যদিও দীপিকার টিমের পক্ষ থেকে তার শরীর খারাপ সংক্রান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি।  

'প্রজেক্ট কে'তে দীপিকার বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা প্রভাসকে। পরিচালক নাগ অশ্বিনের সিনেমার মাধ্যমেই প্রথমবার পর্দায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও দিশা পাটানিকে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।