ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

বাবা দিবসে তারকাদের শুভেচ্ছা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
বাবা দিবসে তারকাদের শুভেচ্ছা বাবার সঙ্গে অপূর্ব, আঁখি আলমগীর, বিদ্যা সিনহা মিম, তপু, ভাবনা ও এফ এস নাঈম

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করে। বাবার সঙ্গে স‍ুন্দর সময় কাটানোসহ নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হয় দিনটি।

আজ (১৯ জুন) বিশ্ব বাবা দিবস‍‍। সংস্কৃতি অঙ্গনের তারকারা বাবা দিবসের শুভেচ্ছা ও বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মনের অব্যক্ত কথাগুলো শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।  

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা। নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে লেখা ছিল, ‘হ্যাপি ফাদার্স ডে‍‍।  সকল বাবার প্রতি বিনম্র শ্রদ্ধা। ’ এটি নিজের ভেরিফাইড পেজেও শেয়ার করেন ঢালিউডের কিং খান।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা মোহাম্মদ ওমর ফারুক চলতি বছরের ১৫ এপ্রিল মারা গেছেন। নিজের ভেরিফাইড পেজে বাবার একটি ছবি শেয়ার করেন অপূর্ব। সেখানে বাবার জন্য দোয়া চেয়ে এই অভিনেতা লেখেন, ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা...’

টিভি নাটকের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনিও একটি ছবি শেয়ার করেন তার পেইজে। সেখানে বাবা দিবসের শুভেচ্ছা জানান তিনি।

নিজের ফেসবুক আইডির ওয়ালে বাবা কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরের সঙ্গে ছোটবেলার একটি ছবি শেয়ার করেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সেখানে এই গায়িকা লেখেন, কত বড় হয়ে গেলাম! শুধু একটা যায়গায় এখনো ছোট। হ্যাপি ফাদার্স ডে‍‍ আব্বু। ’

ছোট পর্দার অভিনেতা এফ এস নাঈম বাবা দিবসে সামাজিকমাধ্যমে বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন। এর ক্যাপশনে বাবাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে‍‍ আব্বু’

বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বাবা বীরেন্দ্রনাথ শাহার সঙ্গে একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে এই চিত্রনায়িকা লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে‍‍। তোমাকে অনেক ভালোবাসি বাবা। ’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই স্পষ্টভাষী। বাবার সঙ্গে তোলা ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন তিনি। এই অভিনেত্রী সেখানে লেখেন, ‘অন্য কোন পুরুষ তোমাকে তোমার বাবার মতো ভালোবাসবে না, আগলে রাখবে না, শত ঝারি শুনেও আবার বলবে না- মা কী লাগবে? নিজের জন্য কিছু না কিনে তোমাকে সবচেয়ে সুন্দর জামাটা কিনে দিবে না। তার কোটি টাকার সম্পদও তোমার নামে দিয়ে দিবে, তোমার বলতেও হবে না। হাজারও অন্যায় করলেও মারবে না। আমার আব্বু পৃথিবীর সবচেয়ে সেরা। ’

এই সময়ের জনপ্রিয় গায়ক রাশেদ উদ্দিন আহমেদ তপুও বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। ‘এক পায়ে নূপুর তোমার’ গানের গায়ক ছবির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ফাদার্স ডে‍‍। তোমাকে অনেক ভালোবাসি বাবা। ’

ছোট পর্দার আরেক অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বাবা সঙ্গে কাটানো বেশ কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। এর ক্যাপশনে টয়া লেখেন, বাবা দিবসের শুভেচ্ছা আব্বু। সঙ্গে দুই পাশে দুটি লাভ ইমোজি দিয়ে মধ্যে তার বাবার নাম বদরুদ্দোজা মঞ্জু লেখা রয়েছে।

সময়ের আরেক জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। বাবা দিবসে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন তিনি। এতে ইমরান লেখেন, ‘বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনও সময়, মাস, দিন, বছরের প্রয়োজন নেই। বর্তমানে যেমন ভালোবাসি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো ততদিন ভালোবাসে যাব। ভালো থাকুক বাবারা। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।