ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম, সংগ্রাম ও ভুল সিদ্ধান্তের গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
প্রেম, সংগ্রাম ও ভুল সিদ্ধান্তের গল্প

গ্রাম থেকে ঢাকা শহরে আসা এক তরুণীর প্রেম, সংগ্রাম ও ভুল সিদ্ধান্তের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পগ গার্ল’। আপেল আকবরের রচনায় এটি পরিচালনা করেছেন সাজিন খান।

নাটকটিতে অভিনয় করছেন ইভান সাইর, সুস্মিতা সিনহা, শাফায়েত দুর্জয়, সহিদ চিশতী, মারিয়া অনন্যা, ইনাইনা এলিজাবেথ, সাজ্জাদ প্রমুখ।

এ প্রসঙ্গে পরিচালক সাজিন খান বলেন, কমেডি ধাঁচের হলেও প্রেম-ভালোবাসার গল্প ‘পগ গার্ল’। আপেল আকবর ভাই দুর্দান্ত একটি গল্প লিখেছেন। অভিনয় শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।

অভিনেতা ইভান সাইর বলেন, ‘‘পগ গার্ল’র গল্প যখন পড়ি মনে হয়েছে বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন একটি গল্প। এটি দর্শক উপভোগ করবেন, এটাই আমার বিশ্বাস। ’’

নাটকটি নির্মিত হয়েছে ঘুড্ডি নেটওয়ার্কের প্রযোজনায়। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আযহায় তাদের ইউটিউব চ্যানেল ও একটি স্যাটেলাইট চ্যানেলে ‘পগ গার্ল’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুন ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।