ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

গাল মোটা হলে আপনার সমস্যা কোথায়: ভাবনা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
গাল মোটা হলে আপনার সমস্যা কোথায়: ভাবনা আশনা হাবিব ভাবনা

সমসাময়িক নানা ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এবার এই অভিনেত্রী কথা বললেন মানুষের দৈহিক গড়ন নিয়ে।

মঙ্গলবার (২১ জুন) সামজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করেন ‘ভয়ংকর সুন্দর’র নায়িকা। ছবিটির  ক্যাপশনে নিজের মতামত তুলে ধরেন ভাবনা।

সেখানে এই তারকা লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি, কারণ আশেপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নীচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আরও কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না। ’

ওই পোস্টে এই অভিনেত্রী যোগ করেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেওয়া, এটা আমার অপছন্দ। ’

সবশেষ ভাবনা প্রশ্ন রেখে লেখেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন। ’

সবশেষ নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় দেখা গেছে ভাবনাকে। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুন ২১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।