ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

প্যারিসে ব্যাগ চুরি, বিপাকে অন্নু কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ২২, ২০২২
প্যারিসে ব্যাগ চুরি, বিপাকে অন্নু কাপুর অন্নু কাপুর

সম্প্রতি ইউরোপ ভ্রমণে গিয়েছেন বলিউডের শক্তিমান চরিত্রাভিনেতা অন্নু কাপুর। সেখানে গিয়ে বিপাকে পড়েছেন এই তারকা।

চুরি হয়ে গেছে তার ব্যাগ, যাতে ছিল মূল্যবান জিনিসপত্র।

ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় এমনটিই জানিয়েছেন অন্নু কাপুর নিজেই। ট্রেনে ওঠার সময় কয়েকজন ব্যক্তি সাহায্যের নামে তার বিলাসী প্রাডা ব্র্যান্ডের ব্যাগটি চুরি করে পালিয়েছে বলে জানান তিনি।  

অভিনেতা জানান, ওই ব্যাগে ইউরো, আইপ্যাড, ডায়েরি এবং ক্রেডিট কার্ড ছিল। তবে ভাগ্যক্রমে পাসপোর্টটি তার সঙ্গেই ছিল।

ট্রেনে বসে করা ভিডিওতে অন্নু বলেন, ‘আমার সব কিছু ফ্রান্সে এসে চুরি হয়ে গিয়েছে। ক্রেডিট কার্ড, ফ্রান্সের টাকা, ইউরো এমনকি আই প্যাডও। কেউ ফ্রান্সে এলে সাবধানে থাকবেন। কারণ এখানে চোরে ভর্তি। ’

তিনি ফ্রান্স পুলিশের কাছে চুরির বিষয়ে অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২২, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।