ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাকিবের নতুন গানচিত্র ‘দুঃখের মুঠো’ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
সাকিবের নতুন গানচিত্র ‘দুঃখের মুঠো’ প্রকাশ্যে

কণ্ঠশিল্পী গগন সাকিবের নতুন গানচিত্র ‘দুঃখের মুঠো’ প্রকাশ পেয়েছে। খন্দকার নাঈমের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রাজ হৃদয়।

 

অন্তর হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানের মিউজিক ভিডিওতে গগন সাকিবের সঙ্গে মডেল হয়েছেন ডল। গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মিউজিক। এর আগে একই চ্যানেল থেকে প্রকাশিত গগন সাকিবের ‘দুঃখের কারাগার’ গানটি দারুণ সাড়া জাগিয়েছিল।  

নতুন গান নিয়ে গগন সাকিব বলেন, লায়নিকের জন্য একাধিক গান তৈরি আছে। ‘দুঃখের মুঠো’ গানটিতে শ্রোতা-দর্শকরা আমাকে ভিন্নভাবে খুঁজে পাবেন। ভিডিওটিও চমৎকার হয়েছে। এই ব্যানার থেকে আমার আরো একাধিক গান রয়েছে মুক্তির অপেক্ষায়। ’ 

এদিকে সম্প্রতি গগন সাকিবের একটি গান ইউটিউবে ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। পাশাপাশি গগনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।