ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো ভেন্টিলেশনে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
আবারো ভেন্টিলেশনে কমেডিয়ান রাজু শ্রীবাস্তব রাজু শ্রীবাস্তব

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ২৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ভারতীয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। কিছুটা ভালোর দিকে গিয়ে তার শরীর আবার খারাপ হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজুর আবারও জ্বর এসেছে। এখন তার ১০০ ডিগ্রি ফারেনহাইট জ্বর রয়েছে। সে কারণে তাকে ভেন্টিলেটর থেকে না সরানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও তার হৃৎস্পন্দন, ব্লাড প্রেশার এবং রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।  

গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকে এতোদিন রাজুর জ্ঞান ফিরছিল না। একটা সময় তার ‘ব্রেন ডেথ’র খবরও ছড়িয়ে পড়েছিল।  

চিকিৎসকরাও কার্যত হাল ছেড়ে দিয়ে জানিয়েছিলেন, রাজু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি।  

জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান রাজু। এরপর তাকে দ্রুত দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।