ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জনপ্রিয় গায়ক বাম্বার অকাল প্রয়াণ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
জনপ্রিয় গায়ক বাম্বার অকাল প্রয়াণ  বাম্বা বাক্য

জনপ্রিয় তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য আর নেই।  শুক্রবার (০২ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।

ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাম্বার। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কিছু জানা যায়নি।

সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান পার্ট ১’ এর ‘পোন্নি নাধি’ গানটি গেয়েছিলেন বাম্বা বাক্য। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই প্রয়াত হলেন সংগীত শিল্পী। তার গানের ঝুলিতে রয়েছে ‘পুলিনাঙ্গল’ এবং ‘সিমতাঙ্গারন’র মতো একাধিক হিট গান।

জানা যায়, এ আর রহমানের হাত ধরে সংগীত জগতে পা রাখেন বাম্বা বাক্য। রজনীকান্তের ‘২.০’ তে বাক্য প্রথম গান গেয়েছিলেন। একই বছর তিনি বিজয় সরকারের হয়ে এ আর রহমানের জন্য আবার গান করেন। তিনি এ আর রহমানের সার্বক্ষণিক সহযোগী ছিলেন। এছাড়া ব্যারিটোনের জন্য বিখ্যাত ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।