ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমান খানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
সালমান খানের ডাকে মুম্বাই যাচ্ছেন নুসরাত! নুসরাত জাহান

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহান। শোনা যাচ্ছে, সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন এই অভিনেত্রী!

শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত।

পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই নায়িকা। তবে নুসরাত কিন্ত এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন!

কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে যোগ দেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি।

বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’-এ যোগ দেওয়ার মূল যোগ্যতাই হলো, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, রোজই আসতে হবে খবরের শিরোনামে।

গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, অন্তঃসত্ত্বা সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই স্বাভাবিক।

এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও শিগগিরই পাড়ি দেবেন মুম্বাইয়ে!

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।