ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের ‘আদিম’র মস্কো জয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
বাংলাদেশের ‘আদিম’র মস্কো জয় আদিম সিনেমার পরিচালক যুবরাজ শামীম

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে দেশের স্বাধীন চলচ্চিত্র ‘আদিম’।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সিনেমাটির নির্মাতা যুবরাজ শামীমের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রথম সিনেমা নির্মাণ করেই এমন পুরস্কার জিতে ভীষণ উচ্ছ্বসিত যুবরাজ শামীম। তিনি বলেন, ‘পুরো বিষয়টাই আমার কাছে কাল্পনিক মনে হচ্ছে। মনে হচ্ছে, আমি হয়তো কোনো ঘোরের মধ্যে আছি। আমার এই অর্জন আমার বাবা শাহজাহান ভূঁইয়ার নামে উৎসর্গ করছি। ’

টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প ‘আদিম’। শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে সিনেমাটির নির্মাণ খরচ।

২০১৮ সালে শুরু হয় শুটিং। সিনেমাটিতে অভিনয় করা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা। শুটিং শুরুর আগে চলে এক মাসের অনুশীলন।

‘আদিম’র কাজ শেষে চলতি বছর বিভিন্ন উৎসবে সিনেমাটির প্রদর্শিত হয়। এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল সিনেমাটি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি। মস্কো উৎসবেও মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩০ আগস্ট মস্কোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।