ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘গাজী মাজহারুল আনোয়ার আজীবন বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
‘গাজী মাজহারুল আনোয়ার আজীবন বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে’

ঢাকা: একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

রোববার (০৪ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি।

পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোক বার্তায় তিনি বলেন, ‘দেশের সঙ্গীত ভুবনে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন উজ্জ্বল ধ্রুবতারা। তিনি অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা হিসেবে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন। তিনি প্রায় ২০ হাজার গান লিখে কীর্তি গড়েছেন। বিবিসি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি গানের তালিকায় গাজী মাজহারুল আনোয়ারের ৩টি গান তাঁকে অমর করে রাখবে। ৪১টি চলচ্চিত্র পরিচালনা করে দেশের চলচ্চিত্রে অসামান্য অবদান রেখেছেন। একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার গাজী মাজহারুল আনোয়ারের কীর্তির স্বীকৃতি হয়ে আছে। গাজী মাজহারুল আনোয়ার আজীবন বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে। ’

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে পৃথক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।