ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফারুকীর পরিচালনায় চমক দেখাবেন ডিপজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২২
ফারুকীর পরিচালনায় চমক দেখাবেন ডিপজল ডিপজল ও ফারুকী

নন্দিত চিত্রপরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। তবে এবার জুটি বেঁধে চমক নিয়ে হাজির হচ্ছেন তারা।

 

ফারুকীর পরিচালনায় পর্দায় হাজিত হতে যাচ্ছেন ডিপজল। তবে সিনেমা নয়, তারা একসঙ্গে কাজ করছেন একটি বিজ্ঞাপনচিত্রে।  

রোববার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে সকাল থেকে বিজ্ঞাপনটির শুটিং করছেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।

ডিপজলের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে ফারুকী বলেন, ‘খেলা উইল হ্যাপেন। আসিতেছে। বাংলা সিনেমার লাউড অ্যাক্টিংয়ের সেই যুগে উনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাক্টরস। ’

শুটিং প্রসঙ্গে ফারুকী বলেন ‘তিনি (ডিপজল) খুব ন্যাচারালি অ্যাক্টিং করেছেন। আমরা তার সঙ্গে কাজটি করে মজা পেয়েছি। ’

জানা যায়, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের মডেল হয়ে কাজটি করেছেন ডিপজল। খুব শিগগিরই এটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।