ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার জুটি বাঁধলেন ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
প্রথমবার জুটি বাঁধলেন ভিকি-ক্যাটরিনা! ক্যাটরিনা কাইফ ও ক্যাটরিনা কাইফ

বলিউডের এই সময়ের আলোচিত জুটি অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন তারা।

তবে এখনও পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাদের।

এই দুই তারকার ভক্তদের সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে এবার। তবে সিনে পর্দায় নয়, ‘ক্লিয়ারট্রিপ’ নামে ভ্রমণ বিষয়ক একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যাবে ভিকি ও ক্যাটরিনাকে।  

সামাজিকমাধ্যমে ইতোমধ্যে এই বিজ্ঞাপনের ফটোশুটের কিছু ছবি ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতিতে ভিকি-ক্যাটরিনা বলেন, ক্লিয়ারট্রিপের সঙ্গে কাজ করতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। এটি নতুন এবং খুবই সম্ভাবনাময় একটি ব্র্যান্ড। আমাদের ব্যক্তিত্বের সঙ্গে এই ব্র্যান্ড সাদৃশ্যপূর্ণ।  

সেখানে আরো বলা হয়, শুধু জুটি হিসেবে নয়, সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও। ক্লিয়ারট্রিপের নতুন লুক আমাদের অনেক পছন্দ হয়েছে এবং ভ্রমণ শিল্পে আমরা বিপ্লব ঘটাতে চাই।

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে, ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘ফোন ভূত’। এছাড়া ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।  

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে ভিকি অভিনীত ‘স্যাম বাহাদুর’। পাশাপাশি ‘গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘গোবিন্দা নাম মেরা’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।