ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৌদি আরবে গাইবেন পবনদীপ-অরুণিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
সৌদি আরবে গাইবেন পবনদীপ-অরুণিতা অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন

আলোচিত পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল এবার গান গাইবেন সৌদি আরবে। ভারতীয় অ্যাম্বাসি ও গালফ মিডিয়ার আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালে গাইবেন এই জুটি।

জানা গেছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেমোরি অব লিজেন্ডস’ নামের এই সংগীতানুষ্ঠান রিয়াদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল বয়েজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই অনুষ্ঠান। বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করা যাবে। মোহম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর গান গাইবেন পবনদীপ ও অরুণিতা। এছাড়া বলিউডের জনপ্রিয় গানও গাইবেন তারা।

ইতোমধ্যেই পবনদীপ বলিউডে সংগীত পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন। অপরদিকে অরুণিতা প্রথমবারের মতো বলিউডের সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন।

সম্প্রতি নেপাল থেকে পবনদীপ-অরুণিতার একটি দ্বৈত গান মুক্তি পেয়েছে। সেই গানটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।