ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্ত্রীরোগ বিশেষজ্ঞ আয়ুষ্মান খুরানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
স্ত্রীরোগ বিশেষজ্ঞ আয়ুষ্মান খুরানা! আয়ুষ্মান খুরানা

প্রকাশ্যে এলো ‘ডক্টর জি’ সিনেমার ট্রেলার। এতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং, শেফালি শাহ মতো তারকারা।

যেখানে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞর ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে।

একজন অর্থোপেডিক চিকিৎসক, যিনি পরবর্তীকালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়ে যাবেন। তার জীবনে চড়াই উৎরাই আসবে, তা নিয়েই তৈরি ‘ডক্টর জি’। যেখানে কমেডির মোড়কে উঠে আসবে নতুন বিষয়বস্তু।

আয়ুষ্মান খুরানা নানা সময়ই নিজের সিনেসমার মাধ্যমে সমাজের নানা বিষয় তুলে ধরেন। ‘ডক্টর জি’ তেমনই একটি বিষয়। সামাজিকমাধ্যমে এই সিনেমার ট্রেলার মুক্তি পেতেই প্রশংসিত হতে শুরু করে দর্শক মহলে।

‘ডক্টর জি’ সিনেমাটি পরিচালনা করেছেন অনুভূতি কশ্যপ। জানা যায়, এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে ১৪ অক্টোবর।

অন্যদিকে, সম্প্রতি আয়ুষ্মান ‘ড্রিম গার্ল টু’র টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা গেছে সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পান্ডে। এ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।