ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

বিনোদন

শুক্রবার সকালে গান শোনাবেন শাওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
শুক্রবার সকালে গান শোনাবেন শাওন মেহের আফরোজ শাওন

জনপ্রিয় অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৪ অক্টোবর) টেলিভিশনের পর্দায় দর্শকদের গান শোনাতে হাজির হচ্ছেন তিনি।

জানা যায়, এদিন সকাল ৮ টা ২০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে প্রচার হবে ‘বৈশাখীর সকাল’ নামের গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শাওনের গাওয়া ৯টি গান প্রচার হবে।

এ বিষয়ে মেহের আফরোজ শাওন বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।  

‘বৈশাখীর সকাল’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক হিসেবে রয়েছেন রবিউল হাসান সুজন ও মামুন আব্দুল্লাহ।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।