ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

পরিবেশ ও জীববৈচিত্র্য

সাভারে পাওয়া গেল ‘গন্ধগোকুল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
সাভারে পাওয়া গেল ‘গন্ধগোকুল’ প্রাণীটি

সাভার (ঢাকা): সাভারে একটি বিরল প্রজাতির ‘গন্ধগোকুল’ উদ্ধার করা হয়েছে। বর্তমান সময়ে এ প্রাণী বিপন্ন প্রায়।

বন্যপ্রাণী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা আসলে প্রাণীটি কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড রাজাসনের নির্মল মার্কেট এলাকা থেকে এটি উদ্ধার করেছে লিউনার্ট নয়ন গমেজ নামে এক স্থানীয় বাসিন্দা।

প্রাণীটির ইংরেজি নাম কমন পাম সিভেট এবং বাংলা নাম গন্ধগোকুল বা এশীয় তাল খাটাশ। এটি নির্জন পাহাড়ি এলাকায় বেশি চোখে পড়ে।

উদ্ধারকারী লিউনার্ট নয়ন গমেজ বাংলানিউজকে বলেন, গতকাল রাত থেকেই আমাদের বাড়ির পাশে কুকুরকে অনেক চিৎকার করতে শোনা যায়। আজ সেখানে গেলে কালো রঙের বিরল প্রজাতির প্রাণিটিকে দেখতে পাই আমরা। পরে গাছে থাকা প্রাণিটিকে নামিয়ে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়। এখন আমার বাড়িতে রয়েছে সেটি।

তিনি বলেন, তবে সেটি কোন প্রাণী সে বিষয়ে নিশ্চিত হতে পারছি না আমি। অনেকেই বলছেন গন্ধগোকুল।

বন্যপ্রাণীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তারা আসলে প্রাণীটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad