মৌলভীবাজার: দীর্ঘ সময় ধরে দূষণের মাত্রায় ছড়িয়েছিল একটি ছড়া। সেটির পানির গতিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার দেখা দিয়েছিল দূষণের ভয়াবহতা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিছন্নতা অভিযানের মাধ্যমে এতদিনের পরিত্যক্ত এ ছড়াটিতে পানির গতিপ্রবাহ চলমান করে দেয় হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ছড়ায় পানি ব্যবস্থাপনা স্বাভাবিক করতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন নিজে কাটা-কোদাল দিয়ে ছড়ার ভেতর পড়ে থাকা নানান বর্জ্য পরিষ্কার করেন।
পৌর শহরের আমজাদ আলী রোডের ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পৌরসভার ভেতর ও সদর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া শাখামুড়া ছড়ার পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে বর্জ্য পরিষ্কার করার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
পরিছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
জানা গেছে, ওই এলাকায় শাখামুড়া ছড়ার আশপাশের অনেক জায়গা স্থানীয়রা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে রেখেছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের নজরে এলে তিনি তাৎক্ষণিক স্থানীয়দের সাথে কথা বলে ছড়ার জমি পরিমাপ করে ছড়ার জমি দখলমুক্ত করার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বাসা-বাড়ির বিভিন্ন ধরনের বর্জ্য ও পলিথিনের কারণে ছড়ার পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। এ কারণে চরম ভোগান্তির মধ্যে রয়েছে ওই এলাকায় বসবাসরত পরিবারগুলো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ড্রেন, ছড়া, খাল-বিলে যেসব ময়লা আবর্জন আটকে রয়েছে সেগুলো পরিষ্কারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ কাজে সরকারি কর্মকর্তা ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ইতোমধ্যে ছড়ার পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ছড়াগুলো খননের উদ্যোগ নিতে বিভিন্ন দপ্তরের সাথে কথা হচ্ছে।
সবার আন্তরিক সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলাকে আরও সুন্দরভাবে সাজানো হবে জানান শ্রীমঙ্গল ইউএনও।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বিবিবি/এএটি