ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শরণখোলায় লোকালয়ে মিললো ১২ ফুট লম্বা অজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মে ৮, ২০২৩
শরণখোলায় লোকালয়ে মিললো ১২ ফুট লম্বা অজগর

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার (৮মে) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের কৃষক শাহ আলম হাওলাদারের বাড়ি থেকে অজগরটিকে উদ্ধার করেন সিপিজি সদস্যরা।

পরে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সিপিজি সদস্য সরোয়ার তালুকদার বলেন, শাহ আলম হাওলাদারের বাড়ির পাশের একটি ঝোপের মধ্য থেকে কুন্ডলি পাকানো অবস্থায় অজগরটিকে উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন প্রায় ৮ কেজি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মে ০৮, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।