ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
খাবারের খোঁজে লোকালয়ে এসে বিপদে মায়া হরিণ 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খাদ্য খোঁজে বন থেকে লোকালয়ে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি মায়া হরিণ।
 
রোববার (২৮ মে) দুপুরে উপজেলার পারকুল চা বাগান থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হরিণটি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।


 
বন বিভাগ জানায়, রোববার সকালে একটি হরিণ পারকুল চা বাগান এলাকায় চলে এলে লোকজন সেটি আটকে রাখেন। খবর পেয়ে দুপুরে সেখান থেকে উদ্ধার করে হরিণটিকে বন বিভাগের কার্যালয়ে আনা হয়েছে।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, আনুমানিক দুই বছর বয়সী এ পুরুষ হরিণটি জ্বরে আক্রান্ত। এ অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকে। চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে হবিগঞ্জের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
 
তিনি আরও জানান, কিছুদিন আগে রশিদপুর বন বিট এলাকার হাতিমারা চা বাগানে আগুন দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, আবাসস্থল ও খাবার না পেয়ে হরিণটি সেখান থেকে লোকালয়ে এসেছে।

আরও পড়ুন:
চা বাগান মালিকের আগুনে পুড়ে মরছে বন্যপ্রাণী

বনে আগুন দেওয়ার ঘটনায় চা বাগা ব্যবস্থাপকের নামে মামলা

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।