ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ফাইল ছবি

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৩ ডিসেম্বর)। অফিস-আদালত বন্ধ থাকায় এদিন রাস্তাঘাটে যানবাহন ও জনচলাচল তুলনামূলক কম।

তবু বায়ুদূষণে আজও বিশ্বের শীর্ষ শহর রাজধানী ঢাকায়।  

সকাল সাড়ে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুসারে, ওই সময় ২৫২ স্কোর (একিউআই) নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়।  

বায়ুদূষণে শহরগুলোর মধ্যে ঢাকার পরে রয়েছে যথাক্রমে ভারতের দুই শহর কলকাতা (দ্বিতীয়) ও দিল্লি (তৃতীয়)। তাদের একিউআই স্কোর ২৪৮ ও ২০৮। অর্থাৎ শহর দুটির বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

এ তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও হিমালয়ের দেশ নেপালের কাঠমান্ডু। সেখানে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বাতাসের মান।  

শুক্রবার ঢাকার সবচেয়ে দূষিত বাতাস দেখা যাচ্ছে ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায়। ৩৩৮ একিউআই স্কোর নিয়ে এই এলাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।  

তালিকায় এরপরেই রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি (২৯২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৮০), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৭৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৭২), সাভারের হেমায়েতপুর (২৬৭), কল্যাণপুর (২৫৮), গুলশানের মাদানি সরণি এলাকা (২৪১), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৩৯), গুলশান লেক পার্ক এলাকা (২৩৫)।  এসব এলাকায় বাতাসের মান খুবই ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।