ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

নারীর সঙ্গে থাকা ব্যাগে মিলল ২৬ কচ্ছপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
নারীর সঙ্গে থাকা ব্যাগে মিলল ২৬ কচ্ছপ

পটুয়াখালী: জেলার গলাচিপায় ২৬টি কচ্ছপসহ তাপসী রানী (৪৫) নামে এক নারীকে আটক করেছে বনবিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে পটুয়াখালী-গলাচিপা সড়কের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক তাপসী রানী রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের সবুজ দাসের স্ত্রী।

বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। অভিযান পরিচালনা করেন বনবিভাগের বোটম্যান মো. নাঈম হোসেন খান।

বনবিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে বেশ কয়েকটি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে বনবিভাগের লোকজন সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। এসময় মোটরসাইকেল থামিয়ে তাপসীর কাছে থাকা কাপড়ের ব্যাগে তল্লাশি চালিয়ে বস্তায় পেঁচানো অবস্থায় ২৬টি কচ্ছপ পাওয়া যায়।  

বনবিভাগের বিএন মো. নাঈম হোসেন খান বলেন, গলাচিপা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে নয়টি সন্ধি এবং ১৭টি ধুম প্রজাতির কচ্ছপ রয়েছে।  

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, এ ধরনের পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।