ঢাকা: রাজধানীর টঙ্গী বাজারের পাখির হাটে র্যাব অভিযান চালিয়ে অবৈধভাবে বন্য পাখি বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। এ সময় আদালতের নির্দেশে ২৪৬টি পাখি অবমুক্ত করা হয়।
র্যাব-১ এর এএসপি আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, রোববার সকালে টঙ্গী বাজারের সাপ্তাহিক পাখির হাটে র্যাব-১ অভিযান চালায়। এ সময় বন্য পাখি বিক্রির জন্য ১২ জন পাখি বিক্রেতাকে আটক করে র্যাব। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা তাদের বন্য প্রাণী সংরক্ষণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
অবমুক্ত করা পাখিগুলোর মধ্যে ময়না ১টি, টিয়া ২৬টি, ঘুঘু ৩৮টি, ডাহুক ১৫টি, মুনিয়া ১৩৭টি, শালিক ৪টি, ডায়মন্ড ঘুঘু ৬টি, তোতা ১৪টি, বেলেহাঁস টি, কালিম ৪টি সহ মোট ২৪৬টি।
আটককৃতদের মধ্যে বাচ্চু মিয়া (৩২), শাহিন (২৫), জলিলকে (৪৫) ৬ মাসের কারাদণ্ড, নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড, বাবু (২৮) আনিছ (৩০) এক মাসের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেয়।
আনিছ (৩০) কালাম শেখ (৪৫) মানিক মোল্যা (২৮) সাইদুল (২২) রুবেল মিয়া (২৪) শ্যামল মিজি (২৮) মইনুল ইসলাম (৪০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাস কারাদণ্ড প্রদান করে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা এপ্রিল ২১, ২০১৩
জেএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর