ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বগুড়ায় ‘সুন্দরবন দিবসে’ মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
বগুড়ায় ‘সুন্দরবন দিবসে’ মানববন্ধন বগুড়ায় ‘সুন্দরবন দিবসে’ মানববন্ধন/ছবি-আরিফ জাহান

বগুড়া: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকটের হাত থেকে সুন্দরবন রক্ষায় বগুড়ায় মানববন্ধন হয়েছে। ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ উল্লেখ করে এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট রিসার্সের (তীর) যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সংগঠন স্বপ্ন’র নির্বাহী পরিচালক ও বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ভূগোল ও পরিবেশ সমিতির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, বাপার উপদেষ্টা এবিএম আবু হায়দার, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ শংকর ভট্টাচার্য, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আনোয়ারুল করিম দুলাল, মোতাছিম বিল্লাহ, তীর’র সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ।

বক্তারা বলেন, সুন্দরবনকে সরকারিভাবে দিবস পালনের ঘোষণা দিতে হবে। সুন্দরবনের ভেতরে ও আশপাশে নির্মাণাধীন স্থাপনা অপসারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
এমবিএইচ/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।