ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভুট্টা ক্ষেত থেকে ময়ূর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
ভুট্টা ক্ষেত থেকে ময়ূর উদ্ধার হাতীবান্ধার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ময়ূর উদ্ধার-ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রাম এলাকা থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। ময়ূরটি প্রতিবেশী দেশ ভারত থেকে উড়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে হঠাৎ ময়ূরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায়। পরে আশপাশে থাকা লোকজনসহ ওই ময়ূরটিকে ধরে ফেলেন তিনি।

পরে প্রায় আড়াই কেজি ওজনের ওই ময়ূরটি টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান আতির কাছে নিয়ে আসে স্থানীয়রা।

এরপর ইউপি চেয়ারম্যান ময়ূরটি হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন ময়ূরটিকে একনজর দেখতে ভিড় জমায়।

ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ময়ূরটি ইউএনও'র কার্যালয়ে রাখা হয়েছে।

ইউএনও সৈয়দ এনামুল কবির বাংলানিউজকে বলেন, ময়ূরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ময়ূরটি নিয়ে যাবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।