ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বাঘায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
বাঘায় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার  বিরল প্রজাতির প্রাণীকে দেখতে উৎসুক মানুষের ভিড়

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার পাঁচপাড়া গ্রামের মাঠ থেকে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। 

বুধবার (২২ মার্চ) সকালে প্রাণীটিকে উদ্ধার করা হয়। এরপর থেকে সেটিকে দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষেরা।

 

উপজেলার আড়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন আলী বাংলানিউজকে বলেন, পাঁচপাড়া গ্রামের মহব্বত আলী ও মানিক হোসেনসহ কয়েকজন সকালে মাঠে যাওয়ার সময় প্রাণীটিকে দেখতে পান। এ সময় তারা ধরার চেষ্টা করলে প্রাণভয়ে একই গ্রামের শাহাবাজ আলীর চাতালে আশ্রয় নেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় মাছ ধরার জাল দিয়ে প্রাণীটিকে উদ্ধার করা হয়।  
বর্তমানে সেটি তার বাড়ির আঙ্গিনায় রয়েছে বলেও জানান মহসিন আলী।

তিনি জানান, প্রাণীটি কালো ডোরাকাটা ও হিংস্র মুখটা দেখতে বিড়ালের মতো। তবে এটি গন্ধগোকুল প্রাণী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাণীটির শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। লেজসহ সেটি প্রায় ৫ ফুট লম্বা।  

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহম্মেদ বাংলানিউজকে জানান, এ সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি খোঁজ নেবেন। ঘটনা সত্যি হলে প্রাণীটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭ 
এসএস/এসআরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।