ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

লোকালয়ে অজগর ছানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
লোকালয়ে অজগর ছানা মিরসরাইয়ে অজগর ছানা উদ্ধার

মিরসরাইয়ে লোকালয়ে চলে আসা একটি অজগরের ছানা উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন বনবিভাগের কর্মকর্তারা। সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় মিরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডের আব্দুল লতিফ সিকদার রোড়ে কড়ই গাছের ডালে অজগরটির দেখা মেলে।

এলাকাবাসী জানান, খৈয়াছড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মুহাম্মদের বাড়ির পাশের একটি কড়ই গাছের ডালে ‍সাপ দেখতে পান স্থানীয়রা। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এ সাপটি অজগরের একটি ছানা।

খবর পেয়ে মিরসরাই উপজেলার রেঞ্জ কর্মকর্তা ঘটনাস্থলে এসে বিকাল ৫টায় ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় অজগরটি উদ্ধার করেন।

মিরসরাই উপজেলার রেঞ্জ কর্মকর্তা রিয়াজুল করিম জানান, যেহেতু অজগর বনের সাপ, তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাপটিকে বনে অবমুক্ত করেছি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।